নর্স পুরানে ইমীরের মাথার খুলি দিয়ে পৃথিবীর ছাদ তৈরী হইয়েছিল। সেই ছাদ ধরে রাখার জন্য চার বামনের একজনের নাম হচ্ছে অষ্ট্রি। অষ্ট্রি কথাটার মানে হচ্ছে পুর্ব দিকের।
গ্রীক শব্দ ইয়স কথাটার মানে হল ঊষাকাল।
ল্যাটিন শব্দ অরিয়ন কথার মানে হচ্ছে উদীয়মান সূর্য বাঁ সকাল।
সংস্কৃতে ঊষস কথাটার মানে হল ঊষাকাল বা সূর্যের উদীয়মান অবস্তা। এর সাথে ইংরাজী ঈষ্ট কথাটার যোগ সূত্র সহজেই পাওয়া যায়।
হিব্রু বাইবেলে কেদেম শব্দটা ব্যভার কতা হয়েছ পুর্ব দিক বোঝাতে, কেদেমের মানে হচ্ছে উদীয়মান সূর্য, এর আরেকটা সম্পর্ক পাই যেটাতে এডমের রাজ্য বোঝান হচ্ছে, এই এডমের রাজ্য ছিল প্রাচীন ইস্রায়েলের পূর্ব দিকে।
বাংলা শব্দ পুর্ব কথাটার সাথে যা আগে হয়েছে বোঝান হয়। আমরা ধরে নিতে পারি যে সূর্য আগে যে দিক থেকে দেখা যায় সেটাকে আমরা পুর্বে বলছি। ের থেকেই প্যররব কথাটাকে দিক নির্দেশের জন্য ব্যবহার করা হয়েছে।
তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর দক্ষিণ এই সব নাম গুলো কোন না কোন সঙ্গত কারণেই রাখা হয়েছে, তা না হলে পুর্ব দিক কে লালকমল বলে ডাকতে কি বাধা ছিল।
No comments:
Post a Comment